সিঙ্গাপুরে ১০ বাংলাদেশি করোনাক্রান্ত

সিঙ্গাপুরে নতুন করে ৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১০ জন বাংলাদেশি। করোনা আক্রান্তের মধ্যে আটজন দেশটির লং টার্ম পাস হোল্ডার বাকিরা ওয়ার্ক পাস হোল্ডার।

বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এ নিয়ে দেশটিতে ২৮ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

এতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে দুজন শ্রমিক। এদের মধ্যে এক জনের করোনায় আক্রান্তের বিষয়টি মঙ্গলবার নিশ্চিত হওয়া গেছে। তিনি তোহ গুয়ান রোডের ওয়েস্টলাইট তোহ গুয়ানে শ্রমিকদের ডরমেটরিতে থাকতেন।

স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন ৩৩ বছরের এই বাংলাদেশি। তাকে ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজে রাখা হয়েছে। বুধবার আরেক বাংলাদেশি শ্রমিকের করোনায় আক্রান্তের তথ্য নিশ্চিত হওয়া গেছে। ৩০ বছরের ওই ব্যক্তি স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। আক্রান্ত বাংলাদেশিদের মধ্যে বাকী আট জন লং টার্ম পাস হোল্ডার।

মঙ্গলবার চার জনের এবং বুধবার অন্য চার জনের করোনায় আক্রান্তের তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদের বয়স ২৫ থেকে ৪৭ বছরের মধ্যে। তাদেরকে তিনটি হাসপাতালে রাখা হয়েছে।

এসএইচ-১২/০২/২০ (আন্তর্জাতিক ডেস্ক)