নারী নির্যাতন করলেই অভিযুক্তের নাম-ছবি দিয়ে দেয়ালে পোস্টার লাগাবে পুলিশ

নারী নির্যাতন বা হয়রানিতে অভিযুক্তদের নাম ও ছবি দিয়ে এবার জনবহুল স্থানে পোস্টার মারবে পুলিশ। এমনই নির্দেশ দেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

উত্তর প্রদেশ সরকারের প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, যাদের বিরুদ্ধে নারী নির্যাতন, শ্লীলতাহানি, যৌন হয়রানির মতো অভিযোগ থাকবে, তাদের নাম ও ছবি দিয়ে জনবহুল স্থানগুলোতে পোস্টার মারার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, যাতে এই অপরাধীদের সম্পর্কে মানুষ সচেতন হতে পারেন।

বৃহস্পতিবারই কানপুরে দুই যুবকের বিরুদ্ধে ২১ বছর বয়সী এক দলিত যুবতীকে হয়রানির অভিযোগ ওঠে। অভিযুক্ত দুজনকেই পরে গ্রেফতার করে পুলিশ।

তাদের বিরুদ্ধে খুনের চেষ্টা, শ্লীলতাহানি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

এই ঘটনাকে অত্যন্ত গুরুতরভাবে নেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবারই নারীদের বিরুদ্ধে অপরাধে অভিযুক্তদের পরিচয় প্রকাশ্যে আনার নির্দেশ দেন তিনি।

উত্তর প্রদেশ পুলিশের ডিজিপি হিতেশ চন্দ্র অবস্থি অবশ্য দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, নারীদের বিরুদ্ধে অপরাধে অভিযুক্তদের পরিচয় প্রকাশ্যে আনার বিষয়ে এখনও কোনও নির্দেশিকা তিনি পাননি। তিনি জানান, এই সংক্রান্ত নির্দেশিকা পেলেই উপযুক্ত পদক্ষেপ করা হবে।

এসএইচ-২২/২৫/২০ (আন্তর্জাতিক ডেস্ক)