কর্পোরেট তহবিল ও ব্যান্ড ইকুইটির কারণে ডলারের বিপরীতে ভারতীয় রুপির মূল্য বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে রুপির মান সর্বনিম্ন ৭৩.৬০ থেকে সর্বোচ্চ ৭৪.৮৮ হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, কর্পোরেট তহবিল ও ব্যান্ড ইকুইটির কারণে ভারতীয় রুপির মান ডলারের তুলনায় বেড়েছে।
এ বিষয়ে এডেলউইস সিকিউরিটিজের ফরেক্স ও রেটসের প্রধান সজল গুপ্ত বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি বাজার ব্যবস্থাকে ঝুঁকিপূর্ণ করে রাখবে।
তবে মার্কিন ফেড’র ডলারের মূল্য কম রাখার প্রতিশ্রুতি বাজার ব্যবস্থাকে ঠিক রাখবে সহায়তা করবে।
তিনি আরও বলেন, ভারতের রিলায়েন্স কোম্পানি রিটেইলের শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এটি ভারতীয় রুপিকে ডলারের বিপরীতে আরও শক্তিশালী পর্যায়ে রাখতে সহায়তা করবে।
এসএইচ-২২/০৯/২০ (আন্তর্জাতিক ডেস্ক)