‘ওমেন’ অর্থে সন্মানসূচক ‘নারী’ শব্দটি যুক্ত করলো অক্সফোর্ড ডিকশনারি

এর আগে ‘ওম্যান’ শব্দের সংজ্ঞা-প্রতিশব্দে যৌনতা, বৈষম্যমূলক ও অপমানসূচক শব্দ ব্যবহার করায় বিস্তর অভিযোগের পাশাপাশি ৩৪ হাজার স্বাক্ষরযুক্ত এক আবেদনে জোর প্রতিবাদ ওঠে। গত বছর মারিয়া বিট্রিস জিওভানার্দি নামে এক নারী ওই অনলাইন পিটিশন চালু করেন যেখানে এসব আপত্তিকর শব্দ বাদ দেয়ার দাবি জানানো হয়। ডেইলি মেইল/ ইনডিপেনডেন্ট

বাধ্য হেয় ‘ওম্যান’ শব্দের সংজ্ঞায় পরিবর্তন এনে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি প্রতিশব্দে ওম্যান অর্থ সে কারো বোন বা স্ত্রী হতে পারেন এ ব্যাখ্যা জুড়ে দিয়েছে।

অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ডিকশনারির ‘ওম্যান’ শব্দের সংজ্ঞা-প্রতিশব্দে ব্যাপক পর্যালোচনার পর এই পরিবর্তন বাস্তবায়ন করা হয়। হালনাগাদ সংজ্ঞায় বলা হয়েছে, ‘ওম্যান’ বা একজন নারী একজনের স্ত্রী, বান্ধবী বা নারী প্রেমিকা হতে পারে।

নারীর আগের সংজ্ঞায় বলা হয়েছিল, একজন পুরুষের স্ত্রী, বান্ধবী বা প্রেমিকা। ‘ওম্যান’ শব্দের ইংরেজি প্রতিশব্দে আগের যৌনতা, বৈষম্যমূলক ও অপমানসূচক শব্দ হালনাগাদ সংস্করণে বাদ দেওয়া হয়েছে।

লন্ডনের যোগাযোগ ও মার্কেটিং বিশেষজ্ঞ মারিয়া বিট্রিস এর প্রতিক্রিয়ায় বলেন, এই পরিবর্তনে তিনি ৮৫ শতাংশ খুশি। বাকি যে আপত্তিকর শব্দ আছে, তাও বাদ দেওয়ার দাবি জানান তিনি। কারণ ‘ওম্যান’ শব্দের অর্থে প্রতিশব্দ হিসেবে এখনো যৌনতা ও আপত্তিকর শব্দ যেমন ‘দুশ্চরিত্রা’, ‘গণিকা’, ‘কুমারি’ রয়ে গেছে।

এসএইচ-২৯/০৯/২০ (আন্তর্জাতিক ডেস্ক)