দাউদ ইব্রাহিমের সম্পত্তি নিলামে বিক্রি করে দেয়া হল

আন্ডারওয়ার্ল্ড ডন এবং ভারতের মোস্ট ওয়ান্টেড টেররিস্ট দাউদ ইব্রাহিমের ৬টি সম্পত্তি মঙ্গলবার নিলামে তুললো স্মাগলার ভারতের রাজ্য সরকার। এসব সম্পত্তি তার পূর্বপুরুষদের স্থান ভারতের রত্নগিরি অঞ্চলের। এর মধ্যে চারটি সম্পত্তির ভার্চুয়াল নিলাম পদ্ধতির মাধ্যমে সফল নিলাম হয়েছে সেখানের আইনজীবী ভূপেন্দ্র ভরদ্বাজের‌ কাছে, বাকি দুটি নিলাম জেতেন অ্যাডভোকেট অজয় শ্রীবাস্তব।

এই নিলামের উদ্যোক্তা আর‌এন ডিসুজা জানিয়েছেন, খুব ভালো সাড়া মিলেছে এই নিলামে। রত্নগিরি এবং গোরেগাঁও অঞ্চলের ছয়টি সম্পত্তি নিলামের মাধ্যমে বিক্রি হয়েছে।

চারটি সম্পত্তি নিলামের মাধ্যমে কিনেছেন ভূপেন্দ্র ভরদ্বাজ এবং বাকি দুটি জিতেছেন অজয় শ্রীবাস্তব।

তিনি জানিয়েছেন, দুটি সম্পত্তির ক্ষেত্রে নিলামে সর্বোচ্চ দাম উঠেছে ৪.৩ লক্ষ টাকা এবং ১১.২ লক্ষ যেখানে রিজার্ভ প্রাইজ ধরা হয়েছিল যথাক্রমে ১.৮৯ লক্ষ টাকা এবং ৫.৩৫ লক্ষ টাকা। বাকি চারটি সম্পত্তি তাদের বেস প্রাইজে বিক্রি হয়েছে। এছাড়া নিলামের জন্য দাউদ ইব্রাহিমের আরও একটি সম্পত্তি ছিল যেটা নিলামকারীরাই নিলাম করা থেকে পিছিয়ে আসে টেকনিক্যাল কারণে।

ডিসুজা জানিয়েছেন, তারা তিন পদ্ধতিতেই নিলাম করে থাকেন- পাবলিক অকশন, ই-অকশন এবং সিল্ক টেন্ডারের মাধ্যমে। কিন্তু করোনা মহামারীর জন্য বর্তমানে একটা অদ্ভুত পরিস্থিতি হওয়ার জন্য এবার ভার্চুয়াল পাবলিক অকশন পদ্ধতিতে এই কাজ করা হয়েছে।

এসএইচ-১৫/১১/২০ (আন্তর্জাতিক ডেস্ক)