মার্কিন নির্বাচনে ভোট কারচুপির দাবি করা ডাককর্মীর অভিযোগ প্রত্যাহার

ডাকবিভাগের যে কর্মীর অভিযোগের ওপর ভিত্তি করে রিপাবলিকানরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির দাবি করেছিল, তদন্তকারীদের কাছ থেকে সেই কর্মী অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন।

মার্কিন কংগ্রেসের নজরদারি কমিটির ডেমোক্রেট সদস্যরা জানিয়েছেন, রিচার্ড হপকিন্স নামের ওই কর্মী অভিযোগ করেছিলেন, পেনসিলভানিয়ায় ডাকবিভাগের পরিদর্শক এরি কর্মীদের ব্যালট কারচুপির নির্দেশনা দিয়েছিলেন।

ব্যালট দেরিতে এসেছে প্রমাণ করার জন্য তিনি পেছনের তারিখ দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন।

রিচার্ড অবশ্য ডাকবিভাগের তদন্ত কমিটির কাছে দেওয়া সাক্ষাৎকারে তার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন।

তদন্তকারীরা কংগ্রেস কমিটিকে জানিয়েছে, রিচার্ড কেন মিথ্যা অভিযোগ করেছিলেন সেই ব্যাপারে কোনো ব্যাখ্যা দেননি। তিনি মিথ্যা অভিযোগ করার বিষয়টি স্বীকার করেছেন।

প্রসঙ্গত, রিচার্ডের অভিযোগের পরপর সাউথ ক্যারোলিনার রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বিষয়টি কেন্দ্রীয়ভাবে তদন্তের আহ্বান জানিয়েছিলেন।

এসএইচ-১৬/১২/২০ (আন্তর্জাতিক ডেস্ক)