পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ দলের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নেওয়াজ বুধবার এই অভিযোগ করেছেন ক্ষমতাশীন ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ সরকারের বিরুদ্ধে। ইয়ন
তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি দুইবার কারাগারে গিয়েছেন। তিনি বলেছেন, কারাগারে থাকা অন্যান্য নারী ও তিনি যদি কারাগারে ইমরান সরকারের আচরণ নিয়ে বিশদ বিবরণ দেন তাহলে ইমরান সরকারের মুখ লুকানোর আর জায়গা থাকবে না।
তিনি বলেন, ‘আমি এসব ব্যাপার লুকিয়ে রাখতে চাই না। আমি এখন সংকট কাটিয়ে উঠার চেষ্টা করছি। তাই আমি ক্ষতি নিয়ে এখনই কথা বলতে চাই না।
আমার প্রতি অসদাচরণ করা হয়েছে, বিষয়টি নিয়ে এখন আমি চেচামেচি করতে চাই না।’
পিটিআই সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তোমরা যদি মরিয়ম নওয়াজের ঘরের দরজা ভেঙ্গে তার শয়ন কক্ষে প্রবেশ করতে পার; তাকে যদি তার পিতার সামনে থেকে গ্রেপ্তার করতে পার; তোমরা যদি তার কারা কক্ষ ও ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপন করতে পার, তাহলে অন্য নারী কয়েদীদের ক্ষেত্রে কি ঘটছে তা আর বলার অপেক্ষা থাকে না।’
এসএইচ-২৬/১৩/২০ (আন্তর্জাতিক ডেস্ক)