নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন রেকর্ড পরিমাণ নারী

এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে ১৪১ জন নারী মার্কিন কংগ্রেসের কংগ্রেসের জন্য নির্বাচিত হয়েছেন। ২০১৯ সালের ১২৭ জনের রেকর্ড এর ফলে ভেঙে গেলো। এরমধ্যে ১১৬ জন হাউজ অব রিপ্রেজেন্টিটিভস সদস্য। ২০১৯ সালে ছিলেন ১০২ জন। সিনেটে নারী সদস্য ২৫ জন।

সিনেটের ৯ রিপাবলিকান সিনেটনের মধ্যে ৪ জনের মেয়াদ শেষ হয়ে গিয়েছিলো। এরমধ্যে শুধু অ্যারিজোনার সিনেটর মার্থ ম্যাকসালি পরাজিত হয়েছেন।

আর সিনেটর ক্যালি লিওফলার এর ভাগ্য নির্ধারণ হবে জানুয়ারির রানঅফে। তবে এই নারী সদস্যদের মধ্যে নতুন যোগ দিয়েছেন ওয়াইওমিং এর সিনথিয়া লুমোস।

এদিকে কংগ্রেসে কমপক্ষে ৬ জন নতুন অশেতাঙ্গ নারী সদস্য যোগ হচ্ছেন। তারা হলেন কেরি বুশ, নিকেমা উইলিয়ামস এর মতো পরিচিত মুখ। সব মিলিয়ে কংগ্রেসে নতুন নারী সদস্যের সংখ্যা ২৪।

এদিকে বেশ কয়েকজন নারী সদস্য নির্বাচনে অংশ নিয়েও জিততে পারেননি। এদের একজন হলেন বাংলাদেশী বংশোদ্ভূত নারী ডোনা ইমাম।

তিনি বলেন, এবারের নির্বাচন অভিবাসী ও নারীদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। যদিও তিনি পরাজিত হয়েছেন, তবে পরবর্তীবার নির্বাচিত হবার আশা করেন।

এসএইচ-২৫/১৪/২০ (আন্তজৃাতিক ডেস্ক)