ট্রাম্পের প্রতিষ্ঠান কয়েক মিলিয়ন ডলার কর চুরি করেছে

ভুঁয়া রাইট-অফ দেখিয়ে এই অর্থ ফাঁকি দেয়া হয়েছে বলে অভিযোগ। রাইট-অফ বলতে এমন কাজ বোঝায়, যার মাধ্যমে আইনিভাবেই কর কমানো যায়। এই তদন্তের সঙ্গে জড়িত এক ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন। ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস এই তদন্ত পরিচালনা করছে। সিএনএন

এই ব্যাপারে প্রথম অভিযোগ করে নিউ ইয়র্ক টাইমস। তারা জানায়, রাইট-অফের নামে ২৬ মিলিয়ন ডলার কর ফাঁকি দিয়েছেন ট্রাম্প। তিনি কনসালটেন্ট ফি এর নামে এসব রাইট-অফ দেখিয়েছেন।

আর ট্রাম্প কণ্যা ইভাঙ্কা কর চুরি করেছেন ৭ লাখ ৪৭ হাজার ডলার। তবে এই ব্যাপারে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল বা ট্রাম্পের প্রতিষ্ঠান কেউই মন্তব্য করতে রাজি হননি। নিউ ইয়র্ক টাইমস

তবে এক টুইট বার্তায় ইভাঙ্কা বলেন, ‘পরিস্কারভাবেই আমাদের হেনস্তা করা হচ্ছে। নিউ নিয়র্ক ডেমোক্রেটদের তদন্ত পরিস্কারভাবেই রাজনীতি প্রভাবিত। আমরা যদি কর সুবিধা পেয়েও থাকি তা বেআইনি পথে হয়নি।’ ফক্স

ট্রাম্পের সংগঠনের জেনারেল কনসাল অ্যালান গারটেন টাইমসকে বলেন, ‘যা হয়েছে পুরোপুরি নিয়ম মেনে হয়েছে। আমরা বিশেষজ্ঞদের পরামর্শ ও আইনের বিধান ছাড়া কিছুই করিনি।’

এসএইচ-২২/২০/২০ (আন্তর্জাতিক ডেস্ক)