কাতারে স্বাস্থ্যবিধি মানছেন না নাগরিকরা

সারা বিশ্বে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলেও ভিন্ন চিত্র মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। দীর্ঘদিন ধরে গড় আক্রান্তের হার দুইশ’র মতো। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকায় অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি, পরছেন না মাস্ক।

এ অবস্থায় নড়েচড়ে বসেছে কাতার প্রশাসন। প্রতিদিনই স্বাস্থ্যবিধি ভাঙার দায়ে অভিবাসীসহ স্থানীয় নাগরিকদের জেল-জরিমানার মুখোমুখি হতে হচ্ছে।

কাতারে দীর্ঘদিন ধরেই স্বাভাবিক রয়েছে করোনা পরিস্থিতি। সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানায় তাই চোখে পড়ছে উদাসীনতা। দেশটির সাধারণ নাগরিক ও অভিবাসীদের খামখেয়ালিপনায় নড়েচড়ে বসেছে কাতার প্রশাসন।

সম্প্রতি এক হাজারের বেশি স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীকে করা হয়েছে জেল-জরিমানা। এমন পরিস্থিতিতে প্রবাসীদেরর রাস্তায় বের হলে মাস্ক পরিধানসহ অন্যান্য সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

কাতারে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ২২৯ জন। আর ৩৫ বাংলাদেশিসহ মারা গেছেন ২৩৬ জন।

এদিকে বিশ্বের বিভিন্ন দেশে গত একদিনে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ৭ হাজার ৪০৯ জনের এবং একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৯ হাজারের বেশি মানুষ।

করোনা আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৮৯ লাখ ৮০ হাজার ৫৯ জন এবং মৃত্যু হয়েছে ১৩ লাখ ৯৩ হাজার ৫৩৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ৭ লাখ ৬৩ হাজার ৯৫০ জন।

এসএইচ-১৯/২৩/২০ (আন্তর্জাতিক ডেস্ক)