বড়দিনের আগেই ভ্যাকসিন সরবরাহের প্রস্তুতি ইউরোপীয় ইউনিয়নের

বড়দিনের আগেই ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরুর জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ২৭ জাতিগোষ্ঠীর ইউরোপীয় ইউনিয়ন। এরইমধ্যে ছয়টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন সরবরাহকারীর সঙ্গে চুক্তি করেছে ইইউ। চলছে আরও একটি চুক্তির কাজ।

২০২১ সালের শুরু থেকেই মডার্নার ভ্যাকসিন উৎপাদন শুরু করবে স্পেন। একইসঙ্গে জানুয়ারি থেকেই সাধারণ মানুষকে ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। গ্রীষ্মের আগেই দেশটির ৪ কোটি ৭০ লাখ মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনার কথাও জানানো হয়।

বাজারে প্রতিযোগিতায় থাকা করোনার ভ্যাকসিন আগামী ডিসেম্বরের মধ্যে অনুমোদন দেয়ার আশা করছে কানাডা। আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যে ভ্যাকসিন দেয়া শুরু করার আশা করা হচ্ছে। আগামী সেপ্টেম্বরের মধ্যেই দেশটির অধিকাংশ মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনার কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন দিলে দেশটির জনগণকে বিনা পয়সায় ভ্যাকসিন সরবরাহের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বোলসোনারো। তবে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে ভ্যাকসিন নেবেন না বলে জানিয়েছেন তিনি।

ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে উদ্ভাবিত করোনার ভ্যাকসিন কিনতে চুক্তি করেছে থাইল্যান্ড। চুক্তি অনুযায়ী আগামী বছরের মাঝামাঝি থাইল্যান্ডকে ২ কোটি ৬০ লাখ ভ্যাকসিন সরবরাহ করা হবে।

ভারতের ভ্যাকসিন তৈরির কাজ খতিয়ে দেখতে দেশটির তিনটি শহরে ভ্যাকসিন উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী।নরেন্দ্র মোদি। শনিবার সকালে গুজরাটের জাইডাস বায়োটেক পার্কে ভ্যাকসিন কার্যক্রম তদারকি করেন তিনি।

এসএইচ-১৯/২৮/২০ (আন্তর্জাতিক ডেস্ক)