ভোটে জয়ী ‘হিটলার’! অবাক কাণ্ড নামিবিয়ায়

ফিরে এলেন হিটলার ! হ্যাঁ, ভোটেও জিতলেন । আফ্রিকার ছোট্ট দেশ নামিবিয়ার এক স্থানীয় নির্বাচনে জয়ী হয়েছেন অ্যাডলফ হিটলার উনোনা। আর তারপর থেকেই শুরু হয়েছে তার নাম নিয়ে আলোচনা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস এর।

নামিবিয়ায় একসময়ে জার্মানদের উপনিবেশ ছিল । সেইসময়ে জার্মানদের অনেক অত্যাচারও সহ্য করতে হয়েছে নামিবিয়ার মানুষদের । কিন্তু তা সত্ত্বেও জার্মান নায়কদের নামে শিশুদের নাম রাখার রেওয়াজ বছর বছর ধরেই চলে আসছে সে দেশে।

৫৪ বছরের উনোনা অবশ্য ভোটে জেতার পর উচ্ছ্বাসে গা না ভাসিয়ে বলেছেন, ‘আমার নাম হিটলার কেন? তা নিয়ে আলোচনা না করে বরং কথা বলা যাক আমার দেশ নিয়ে। বা দেশের উন্নতি কীভাবে করা সম্ভব, তা নিয়ে।’

উনোনার সোয়াপো পার্টি বর্তমানে ক্ষমতায় রয়েছে নামিবিয়ায়। স্থানীয় কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর জনগণের জন্য আরও ভালোভাবে কাজ করতে মুখিয়ে রয়েছেন নামিবিয়ার হিটলার।

নিজে যদিও বা তিনি নাৎসি ভাবাদর্শে বিশ্বাস করেন না। এমনকী, হিটলারকে তার পছন্দও নয়। কিন্তু নাম বদলে যে অনেক ঝামেলা। তাই সেটা বদল আর করা হয়নি বলেই জানিয়েছেন নামিবিয়ার ‘হিটলার’।

এসএইচ-১২/০৬/২০ (আন্তর্জাতিক ডেস্ক)