বাংলাদেশের একটি ইটভাটা থেকে তোলা ২০০৮ সালের একটি ছবিকে কেন্দ্র করে ভারতে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। ক্ষমতাসীন নরেন্দ্র মোদি সরকারকে আক্রমণ করতে ওই ছবিটি বিরোধী কংগ্রেস ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে।
গত ৪ ডিসেম্বর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটি টুইট করে। এতে একটি শিশু শ্রমিকের ছবি ব্যবহার করা হয়েছে।
টুইটে ভারতে যে শিশুশ্রম বেড়ে গেছে সেটির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নরওয়েভিত্তিক ফটো এজেন্সি ফেলিক্স ফিচারস বলেছে, কংগ্রেস যে ছবিটি ব্যবহার করেছে তা মূলত ২০০৮ সালের। এর ক্যাপশনে লেখা ‘চিলড্রেন অ্যাট এ ব্রিক ফ্যাক্টরি ইন ফতুল্লা’।
এখানে বাংলাদেশের নারায়ণগঞ্জের ফতুল্লাকে বোঝানো হয়েছে। ছবিটির কপিরাইটে লেখা রয়েছে ‘প্যানোস পিকচারস/ফেলিক্স ফিচারস’। পরে লন্ডনভিত্তিক ফটোবিষয়ক এজেন্সি প্যানোস পিকচার নিশ্চিত করেছে যে, এই ছবিটি বাংলাদেশ থেকে তোলা হয়েছিল।
এসএইচ-১৬/০৬/২০ (আন্তর্জাতিক ডেস্ক)