বিশ্বের একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় মোল্লা বারাদার!

তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এক মাসের মাথায় চরম অর্থনৈতিক সংকটে আফগানিস্তান। তবে জাতিসংঘের ডাকে সাড়া দিয়ে শতকোটি ডলারের বেশি সহযোগিতার অঙ্গীকার করেছে বিশ্বের বিভিন্ন দেশ।

এদিকে, দেশটির বন্দি ভর্তি কারাগার গুলো এখন একেবারেই ফাঁকা। এদিকে, টাইমস ম্যাগাজিন জানিয়েছে, বিশ্বের একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় রয়েছে তালেবানের সহ-প্রতিষ্ঠাতা ও আফগান সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার।

একদিকে অর্থনৈতিক সংকট অন্যদিকে ক্ষমতা নিয়ে গৃহবিবাদে জড়িয়ে পড়া নিয়ে হিমশিম অবস্থা আফগানিস্তানে। তালেবানের কাবুল দখলের একমাসের মাথায়ও চরম অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে দেশটি। দাম বাড়ছে খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রেরও।

শঙ্কা রয়েছে চলতি মাসের শেষদিকে মজুত থাকা খাদ্য ফুরিয়ে যাওয়ার। দেশটিতে প্রায় দেড় কোটি আফগান অনাহারের দ্বারপ্রান্তে। আর লাখো শিশু রয়েছে অপুষ্টি ও মৃত্যুঝুঁকিতে।

এতে মানবিক বিপর্যয়ের শঙ্কা জানিয়েছে জাতিসংঘ। তবে জাতিসংঘের ডাকে সাড়া দিয়ে বিশ্বের বেশকয়েকটি দেশ শতকোটি ডলারের বেশি সহযোগিতার অঙ্গীকার করেছে। তবে কবে নাগাদ তা পৌঁছাবে তার কোনো নিশ্চয়তা নেই।

এদিকে, দেশটির কারাগারগুলো একসময় বন্দিভর্তি থাকলেও এখন তা একেবারেই ফাঁকা। কারাগারগুলোতে অনেক তালেবান সদস্যও ছিলেন। আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার তিন সপ্তাহ পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেও এখনও মন্ত্রীসভার শপথ গ্রহণ হয়নি দেশটিতে।

এর মধ্যেই ক্ষমতা নিয়ে বাকবিতণ্ডায় প্রেসিডেন্ট প্রাসাদ। এদিকে, প্রভাবশালী টাইমস ম্যাগাজিনের এক প্রতিবেদনে উঠে এসেছে বিশ্বের একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় রয়েছেনতালেবানের সহ-প্রতিষ্ঠাতা ও আফগান সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার। যে তালিকায় আছেন যুক্তরাষ্ট্র, চীনের প্রেসিডেন্টরাও।

এসএইচ-১৫/১৬/২১ (আন্তর্জাতিক ডেস্ক)