বিশ্বে প্রথম করোনার ট্যাবলেট অনুমোদন পাচ্ছে

বিশ্বে প্রথমবারের মতো অনুমোদন পেতে যাচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মুখে খাওয়ার ট্যাবলেট।
বিশ্বে প্রথম করোনার ট্যাবলেট অনুমোদন পাচ্ছে

সোমবার মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্ক অ্যান্ড কোম্পানি ওষুধটি যুক্তরাষ্ট্রে জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন করে।

এই ওষুধ করোনার হালকা থেকে মাঝারি রকমের লক্ষণ চিকিৎসায় কার্যকর বলে জানিয়েছে কোম্পানিটি।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন অনুমোদন দিলে বাড়িতে কোভিড-১৯ চিকিৎসার নতুন সুযোগ উন্মোচিত হবে।

মলনিপিরাভির নামে ওষুধটির পরীক্ষার ফলাফল এই মাসের শুরুতে প্রকাশ করা হয়।

এতে দেখা যায়, যেসব করোনা রোগীর হালকা থেকে মাঝারি লক্ষণ এবং অন্তত একটি রিস্ক ফ্যাক্টর রয়েছে তাদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঝুঁকি ৫০ শতাংশ কমাতে সক্ষম এই ওষুধ।

রিজব্যাক বায়োথেরাফিউটিকসের সঙ্গে যৌথভাবে প্রস্তুত করা ওষুধটির অন্তর্বর্তী কার্যক্ষমতার কারণে ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ এটি কিনতে আগ্রহ দেখিয়েছে। মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুর ওষুধটি পেতে চুক্তি করতে যাচ্ছে।

প্রস্তুতকারক সংস্থাটি ওষুধটির ১৭ লাখ কোর্স দিতে মার্কিন সরকারের সঙ্গে চুক্তি করেছে। প্রতি কোর্সের মূল্য ধরা হয়েছে ৭০০ মার্কিন ডলার।

প্রস্তুতকারকরা আশা করছেন, ২০২১ সালের শেষ নাগাদ তারা এক কোটি কোর্স ওষুধ তৈরি করতে পারবে।

এছাড়া ভারতভিত্তিক কিছু প্রস্তুতকারককেও ওষুধটি তৈরির অনুমতি দিতে সম্মত হয়েছে কোম্পানিটি। এর ফলে বিশ্বের একশোটি নিম্ন ও মধ্যম আয়ের দেশে ওষুধটি সরবরাহ করা যাবে বলে আশা মার্ক অ্যান্ড কোম্পানির।

এসএইচ-২৭/১২/২১ (আন্তর্জাতিক ডেস্ক)