প্রিয় শিক্ষিকাকে স্মরণে কবরের পাশে শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত

শিক্ষকের প্রতি ভালোবাসার ভাবাবেগপূর্ণ একটা ঘটনা ঘটেছে মিসরে। সেখানে একটি স্কুলের শিক্ষার্থীরা প্রিয় শিক্ষিকাকে সম্মাননা জানাতে কবরের পাশে পবিত্র কোরআন তিলাওয়াত করেছেন।

প্রিয় শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের এমন ভালোবাসা কাঁদিয়েছে সাধারণ মানুষকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এমন বেদনাবিধুর ছবি প্রচার হয়। সবাই ওই শিক্ষকের জন্য কল্যাণ কামনা করেন।

জানা গেছে, হুয়াইদা আবদুল আজিম মুখতার মিসরের উত্তরাঞ্চলীয় কালইউবিয়ার তুখ গ্রামের কাফর রিজালাত মাধ্যমিক স্কুলের খুবই জনপ্রিয় শিক্ষক ছিলেন।

কয়েক দিন আগে তিনি মারা যান। কিন্তু শিক্ষার্থীদের প্রতি তাঁর মমতাবোধ, ভালোবাসা ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তাকে জনপ্রিয় করে তুলে। ক্লাসের আগে প্রিয় শিক্ষকের কবরে গিয়ে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া পাঠ করে শিক্ষার্থীরা তাকে স্মরণ করেন।

কবরের পাশে শিক্ষার্থীদের সমবেত হওয়ার দৃশ্য সবার মধ্যে ভাবাবেগ তৈরি করে। প্রিয় শিক্ষকের স্মরণে কবরের পাশে শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াতের এই চিত্র ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এসএইচ-২৮/২১/২১ (আন্তর্জাতিক ডেস্ক)