সৌদি আরব যাওয়া যাবে ১ ডোজ ভ্যাকসিন নিয়েও

করোনার নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে বৈশ্বিক উদ্বেগের মধ্যে সৌদি আরব ভ্রমণের ব্যাপারে নতুন নির্দেশনার কথা জানিয়েছে সরকার। সে অনুসারে, ভ্যাকসিনের অন্তত এক ডোজ নেওয়া যে কোনো দেশের নাগরিক সৌদি আরবে ঢুকতে পারবেন।

শঙ্কার মুখে আফ্রিকার সাত দেশ থেকে ফ্লাইট স্থগিত করার পর সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভ্রমণ সংক্রান্ত নতুননির্দেশনা জারি করল।

শনিবার  এই নির্দেশনা কার্যকর হয়েছে। তবে, সৌদি আরবে ঢোকার পর তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেনটাইন পালন করতে হবে।

এদিকে, দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া ওমিক্রন ভ্যারিয়েন্ট এরই মধ্যে বিশ্বের কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে।

ব্রিটেন, নেদারল্যান্ডস, হংকং, ইসরাইল, জার্মানি, ইতালি এবং অস্ট্রেলিয়ায় এই ভ্যারিয়েন্ট পাওয়ার কথা জানা গেছে।

এর আগে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রন ভ্যারিয়েন্টকে উদ্বেগজনক শ্রেণিতে তালিকাভুক্ত করেছে। সতর্কতার অংশ হিসেবে ইউরোপ, আমেরিকা, এশিয়ার অনেক দেশ এরই মধ্যে আফ্রিকার একাধিক দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে।

এসএইচ-০৭/২৯/২১ (আন্তর্জাতিক ডেস্ক)