আজারবাইজানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৪

আজারবাইজানে একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় ১৪ জন মারা গেছেন। দেশটির কর্মকর্তারা জানান, স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১০টা দিকে সামরিক প্রশিক্ষণ ফ্লাইটটি চলাকালীন ককেশাস অঞ্চলের পূর্বে বিধ্বস্ত হয়।

সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের ফ্রন্টিয়ার গার্ড এক বিবৃতিতে বলেছেন, সীমান্তরক্ষী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ফলে ১৪ জন মারা গেছেন। আহত হয়েছে আরও দুজন।

নিহতরা সবাই সামরিক কর্মী। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

আজারবাইজান ও প্রতিবেশী আর্মেনিয়া গত বছর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চলে যুদ্ধে যাওয়ার পর থেকে তাদের ভাগ করা সীমান্তে সবচেয়ে ভয়াবহ লড়াইয়ের দুই সপ্তাহ পরে এ ঘটনাটি ঘটল।

রাশিয়ার মধ্যস্ততায় যুদ্ধবিরতিতে রয়েছে আজারবাইজান-আর্মেনিয়া। যুদ্ধবিরতির ওই চুক্তি অনুযায়ী, গত কয়েক দশক ধরে নিয়ন্ত্রণ করে আসা নাগোরনো-কারাবাখ উপত্যকা ছেড়ে দেয় আর্মেনিয়া।

এসএইচ-২৩/৩০/২১ (আন্তর্জাতিক ডেস্ক)