আরব আমিরাতেও ওমিক্রন শনাক্ত

সৌদি আরবের পর সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

বুধবার টুইটারে এ তথ্য জানিয়েছে আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় ।

ওই নারী দক্ষিণ আফ্রিকার নাগরিক। সম্প্রতি তিনি আফ্রিকা থেকে আমিরাতে এসেছেন। টুইট বার্তায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনার ভ্যাকসিন নেওয়া সত্বেও ওই নারী ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

সম্প্রতি করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রথম শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়।

এরপর ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে করোনার এই ধরনটি।

এসএইচ-২৯/০২/২১ (আন্তর্জাতিক ডেস্ক)