খাবার কিনতে কিডনি বিক্রি করছেন আফগানরা

ভয়াবহ মানবিক সংকটে পড়েছে আফগানিস্তান। এ অবস্থায় দেশটির মানবিক বিপর্যয় কাটিয়ে উঠতে আবারো সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

চরম মানবিক সংকট চলছে আফগানিস্তানজুড়ে। চলতি শীত মৌসুমে এ সংকট আরও প্রকট হয়েছে। খাদ্য সংকট মেটাতে সাধারণ আফগানরা কিডনি বিক্রি করছেন! তবুও পরিবারের খাবারের যোগান দিতে হিমশিম খাচ্ছেন তারা।

গত বছরের আগস্টে তালেবান সরকার গঠনের পর থেকে বিদেশি সমর্থন আদায়সহ অর্থের যোগান দিতে হিমশিম খাচ্ছে আফগানিস্তান। একদিকে পশ্চিমা সহায়তা আসা বন্ধ, অন্যদিকে বিভিন্ন ব্যাংকে আটকে দেয়া হয়েছে আফগানিস্তানের রিজার্ভের অর্থ। এতে তীব্র অর্থনৈতিক সংকটে পড়েন দেশটির বাসিন্দারা।

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। যুদ্ধবিদ্ধস্ত দেশটিকে পুনর্গঠন করতে বিশাল অংকের অর্থ প্রয়োজন উল্লেখ কোরে মানবিক বিপর্যয় কাটিয়ে উঠতে আবারো জোরালো সহায়তার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আন্তোনিও গুতেরেস বলেন, আফগানিস্তানে ভয়াবহ খাদ্য সংকট চলছে। অপুষ্টির শিকার হয়ে মানুষের মৃত্যুঝুঁকি বাড়ছে। এ অবস্থায় বিশ্ব নেতারা সহায়তার হাত না বাড়ালে, পরিস্থিতি আরো মারাত্মক আকার ধারণ করতে পারে।

এর আগে চলতি সপ্তাহেই, জাতিসংঘ জানায় ২০২২ সালে আফগানিস্তানে মানবিক বিপর্যয় ঠেকাতে এবং বিধ্বস্ত দেশটি পুনর্নির্মাণে প্রায় ৫০০ কোটি মার্কিন ডলারের তহবিল দরকার।

এসএইচ-০৮/১৪/২২ (আন্তর্জাতিক ডেস্ক)