শ্রীলঙ্কায় দেখামাত্র ‘গুলির নির্দেশ’

শ্রীলঙ্কায় চলমান বিক্ষোভ ও সহিংসতা থামাতে ‘দেখা মাত্রই গুলির’ নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনা ও পুলিশকে এই নির্দেশ দিয়েছে।

এদিন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘যারাই সরকারি সম্পত্তি লুট বা অন্যের জীবননাশের চেষ্টা করবে তাদেরকে দেখামাত্রই গুলি করার নির্দেশ দেওয়া হল।’ খবর আলজাজিরার।

কয়েক সপ্তাহের চলমান বিক্ষোভ-প্রতিবাদের প্রেক্ষিতে সোমবার (০৯ মে) পদত্যাগের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। এরপর ভারত মহাসাগরীয় দ্বীপদেশটিতে নজিরবিহীন সংঘর্ষ ও সহিংসতা শুরু হয়।

ক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রী মাহিন্দা ও সরকার দলীয় বেশ কয়েকজন সংসদ সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। শুধু তাই নয়, সরকার দলীয় যাকেই দেখছে তাকে পেটাচ্ছে জনগণ।

পরিস্থিতি মোকাবিলায় কারফিউ জারি করা হয়। সেই সঙ্গে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও সেনা। শুধু তাই নয়, এরপর এক নির্দেশনায় সেনা ও পুলিশ যে কাউকে বিনা ওয়ারেন্টে আটক করার ক্ষমতা দেওয়া হয়।

এসএইচ-২৯/১০/২২ (আন্তর্জাতিক ডেস্ক)