আবারও মৃত্যুদণ্ড ফেরাতে চান এরদোগান

আবার দেশের বিচার ব্যবস্থায় মৃত্যুদণ্ড ফেরানোর ইচ্ছের কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

এরদোগান জানিয়েছেন, পার্লামেন্ট তার কাছে মৃত্যুদণ্ড পুনঃস্থাপনের বিল পাঠালে তাতে তিনি অনুমোদন দেবেন।

এরদোগানের আইনমন্ত্রী বলেছেন, ২০০৪ সালে বাতিল করা মৃত্যুদণ্ড আবারও ফেরানোর কথা চিন্তা করছে তুরস্কের সরকার।

জানানো হয়েছে, সন্ত্রাসবাদ, ধর্ষণ ও নারী হত্যার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান ফেরত আনা হবে।

এরদোগান বলেছেন, ‘প্রয়োজনে আবার সেই বিধান ফেরত আনা হবে এবং এ নিয়ে সংসদে বিতর্ক হবে। আমাদের সবার এই বিতর্কে আসা উচিত।’

তিনি আরও বলেন, ‘আমি আগেও বলেছি, আমাদের বিচার মন্ত্রণালয়ের চেষ্টায় পার্লামেন্ট যদি এই সিদ্ধান্ত নেয়, তবে আমি এই সিদ্ধান্তে অনুমোদন দেব।’

এসএইচ-০৮/০১/২২ (আন্তর্জাতিক ডেস্ক)