ভারতের উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনকড়

ভারতের উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেন সাবেক রাজ্যপাল জগদীপ ধনকড়। প্রতিপক্ষ মার্গারেট আলভাকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে উপরাষ্ট্রপতির আসনে বসলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মোট ভোটের ৭০ শতাংশ পেয়ে জয়ী হয়েছেন জগদীপ। উপরাষ্ট্রপতি পদে আসীন হওয়ার জন্য প্রয়োজন ছিল ৩৭১টি ভোট। কিন্তু শনিবার ভোট গণনা শেষে দেখা যায়, জগদীপ ধনকড় পেয়েছেন ৫২৮টি ভোট।

উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয়ার কথা ৭৮০ জন সাংসদের। বর্তমানে রাজ্যসভায় ৮টি আসন খালি। এছাড়াও ঘোষণা অনুযায়ী, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি তৃণমূলের ৩৪ জন সাংসদ।

যদিও নিষেধ করা সত্ত্বেও ভোট দিয়েছেন শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী। পরিসংখ্যান বলছে, মোট ৭২৫ জন সাংসদ উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে অংশগ্রহণ করেছেন।

এরইমধ্যে দেশের নবনির্বাচিত উপরাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির অন্য নেতারা।

বর্তমান উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ শেষ হচ্ছে ১০ আগস্ট। নতুন উপরাষ্ট্রপতি হিসেবে জগদীপ ধনকড় শপথ নেবেন ১১ আগস্ট।

এসএইচ-২১/০৬/২২ (আন্তর্জাতিক ডেস্ক)