তুরস্কে বিদেশি পর্যটকদের হিড়িক

চলতি বছরের জানুয়ারি-আগস্ট ২ কোটি ৯৩ লাখ বিদেশি পর্যটক তুরস্ক ভ্রমণ করেছেন। এই আট মাসে দেশটিতে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ হয়েছে।

বিদেশে বসবাসকারী তুর্কি নাগরিকদের এই হিসাবে যুক্ত করা হলে দর্শনার্থীর সংখ্যা দাঁড়ায় ৩ কোটি ২৫ লাখ।

দেশটির ইস্তানবুল শহরে সবচেয়ে বেশি দর্শনার্থী ভিড় জমিয়েছেন। জানুয়ারি-আগস্ট ইস্তানবুলে ১ কোটি ২ লাখ বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন। এরপর সবচেয়ে বেশি পর্যটক ঘুরেছেন দেশটির রিসোর্ট শহর আন্টালিয়া। শহরটিতে ৮৬ লাখ দর্শনার্থী ভ্রমণ করেছেন। পর্যটকের সংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছে এডিরন শহর, আট মাসে সেখানে ৩১ লাখ দর্শনার্থী গেছেন।

তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, জানুয়ারি-আগস্ট সময়ে ২ কোটি ৯৩ লাখ বিদেশি পর্যটক তুরস্ক ভ্রমণ করেছেন। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১০৮ দশমিক ৫ শতাংশ বেশি।

২০২১ সালের এ সময়ে ১ কোটি ৪১ লাখ বিদেশি পর্যটক পেয়েছিল দেশটি। ২০২০ সালে এ সংখ্যা ৭২ লাখ এবং ২০১৯ সালে ৩ কোটি ১০ লাখ ছিল।

এনএইচ-২২/৩০/২২ (আন্তর্জাতিক ডেস্ক)