বাইডেনের উচ্ছ্বাসে ক্ষুব্ধ ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের ভোটে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ডেমোক্রেটিক পার্টির নিয়ন্ত্রণে যাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে আগামী দুবছর কিছুটা হলেও স্বস্তিতে সময় কাটাতে পারবেন বলে মন্তব্য করেছেন তিনি। তবে সিনেটে ডেমোক্র্যাটরা এগিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কম্বোডিয়ার রাজধানী নমপেনে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনে অবস্থানকালে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে খবর পান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরে এক সংবাদ সম্মেলনে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাটিক পার্টির জনপ্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

বাইডেন বলেন, আমি অবাক হইনি বরং খুশি হয়েছি। প্রার্থীদের গুণেই এ জয় এসেছে আমাদের, আমি সন্তুষ্ট। আগামী দুবছর কিছুটা হলেও স্বস্তিকর সময় কাটাতে পারব।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাধারণত হোয়াইট হাউজে যে দল ক্ষমতাসীন থাকে, কংগ্রেসে সেই দল সংখ্যাগরিষ্ঠতা পায় না। তবে এবারের নির্বাচনে সিনেটে ডেমোক্র্যাটিক পার্টি জয়ী হয়েছে। সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলেও, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভোট গণনা এখনও শেষ হয়নি। তবে নিম্নকক্ষে রিপাবলিকানরা এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।

বাইডেন জানান, ডেমোক্র্যাটরা হাউজেও জয় পেলে কংগ্রেসের পুরো নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে। এতে তার সরকারের পরিকল্পনাগুলো বাস্তবায়নে আরেকটি সুযোগ তৈরি হবে।

যদিও বিশ্লেষকরা বলছেন, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। আর এমনটা হলে, বাইডেনের আগামী পরিকল্পনাগুলো বাস্তবায়ন রিপাবলিকানদের বাধার মুখে পড়বে।

এসএইচ-০৮/১৪/২২ (আন্তর্জাতিক ডেস্ক)