বাড়ির ছাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১৫

ইরাকের উত্তরাঞ্চলীয় শহর সুলাইমানিয়ার আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার( ১৭ নভেম্বর) এই ঘটনা ঘটে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, একটি বাড়ির ছাদে বসানো রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। বিস্ফোরণে তিনটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া অন্তত পাঁচটি গাড়িও ধ্বংস হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা ১৭ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ওই অঞ্চলের ফায়ার সার্ভিসের প্রধান দিয়ার ইব্রাহীম বলেছেন, আমরা ধংসস্তুপ থেকে ১৫টি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।

বিস্ফোরণে নিহতের ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছেন সুলাইমানিয়া প্রদেশের গভর্নর হাভাল আবুবাকার।

এসএইচ-০৭/১৮/২২ (আন্তর্জাতিক ডেস্ক)