খামেনির ভাতিজি আটক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ভাতিজি ফারিদা মোরাদখানিকে আটক করা হয়েছে। এক ভিডিওবার্তায় ইরানের শাসকগোষ্ঠীকে খুনি ও শিশু হত্যাকারী আখ্যা দিয়ে দেশটির সঙ্গে পুরো বিশ্বকে সম্পর্ক ছিন্নের আহ্বান জানানোর পর তাকে আটক করা হয়।

ফারিদার ভাই মাহমুদ মোরাদখানি শনিবার (২৬ নভেম্বর) এক টুইটবার্তায় জানান, বুধবার (২৩ নভেম্বর) তার বোনকে আটক করা হয়েছে।

এর আগে ভিডিওবার্তায় ফারিদা মোরাদখানি বলেন, ‘মানুষের স্বাধীনতার অধিকার রয়েছে। এ জন্য এই সরকার ও শাসনব্যবস্থাকে সমর্থন করা বন্ধ করতে হবে। তারা খুনি ও শিশু হত্যাকারী।

তিনি বলেন, ‘এই শাসনব্যবস্থা তার কোনো ধর্মীয় নীতির প্রতি অনুগত নয়। বলপ্রয়োগ ও ক্ষমতা বজায় রাখা ছাড়া কোনো নিয়ম জানে না।’ তবে ভিডিওটি কখন রেকর্ড করা হয়েছে তা স্পষ্ট নয়।

এর আগে চলতি বছরের শুরুতে ফারিদা মোরাদখানিকে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় গ্রেফতার করেছিল। পরে তিনি জামিনে মুক্তি পান।

ফারিদা মোরাদখানি আয়াতুল্লা আলি খামেনির ভাই বাদরি খামেনির মেয়ে। তার বাবা ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির বিরোধী ছিলেন। ১৯৮৫ সালে বাদরি ও তার সন্তানরা ইরান থেকে ইরাকে চলে যান।

এসএইচ-২৬/২৭/২২ (আন্তর্জাতিক ডেস্ক)