ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা, নিহত ৪৮

পশ্চিম কেনিয়ার ব্যস্ত সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দিলে কমপক্ষে ৪৮ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

শুক্রবার রাতে কেরিচো এবং নাকুরু শহরের মধ্যবর্তী ব্যস্ততম একটি বাস স্টেশনে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে পথচারীদের উপর তুলে দেয়। খবর আল-জাজিরার

স্থানীয় পুলিশ কমান্ডার জিওফ্রে মায়েক বলেন, আমরা এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছি। ধারণা করা হচ্ছে, এখনও অনেকে ট্রাকের নিচে চাপা পড়ে আছেন।

তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় ৩০ জনকে শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। তবে আমরা এখন পর্যন্ত ৩০ জনের কথা নিশ্চিত করেছি।

মায়েক বলেন, আমরা ধারণা করছি, কেরিচো অভিমুখী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়েকটি মিনিবাসের ওপর উঠে যায় এবং স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় টেলিভিশনগুলোর ফুটেজে কয়েকটি দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি দেখা গেছে। আল-জাজিরা জানায়, ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযানে বাধার সৃষ্টি হয়।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী পিটার ওতিয়েনো নামের একজন চালক বলেন, আমি হঠাৎ দেখতে পেলাম-একটি দ্রুতগামী ট্রাক আমার দিকে ছুঁটে আসছে। আমি সরে গেলাম, তবে মাথায় সামান্য আঘাত পেলাম।

আমার পাশে এক ব্যক্তি দোকান থেকে কিছু কিনছিলেন, ট্রাকটি তাকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নিজের রাস্তা থেকে ছিটকে গিয়ে অন্য গাড়িকে ধাক্কা দেয়। সেখানে অনেকেই আগে থেকেই দাঁড়িয়ে ছিলেন। তাদের অনেকে হতাহত হয়েছেন।

এ ঘটনায় ফেসবুকে দেওয়া এক পোস্টে কেরিচোর গভর্নর এরিক মুতাই বলেন, আমি খুবই মর্মাহত। প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি আমি সমবেদনা জানাচ্ছি।

এসএইচ-০৩/০১/২৩ (আন্তর্জাতিক ডেস্ক)