এভারেস্টের কাছেই মিললো নেপালে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ, পাইলটসহ নিহত ৬

নেপালে পাঁচ বিদেশি আরোহী নিয়ে নিখোঁজ হওয়া হেলিকপ্টারের ধ্বংসাবশেষ মিলেছে মাউন্ট এভারেস্টের কাছে। সেখানে পাইলটসহ পাঁচ বিদেশি পর্যটকের ক্ষতবিক্ষত মরদেহও পাওয়া গেছে।

নিহত ৫ আরোহীই ছিলেন ম্যাক্সিকান নাগরিক। খবর ইন্ডিয়া টুডের।

কর্তৃপক্ষ জানিয়েছে, ৯এন-এএমভি চপারটি ৫ জন মেক্সিকান পর্যটককে নিয়ে এভারেস্টসহ বেশ কিছু দর্শনীয় স্থান পরিদর্শনের জন্য রওনা দেয়। সফর শেষে চপারটি কাঠমান্ডুর দিকে যাচ্ছিল।

তবে এভারেস্টের কাছে এসেই কন্ট্রোল রুমের সাথে এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে উদ্ধার অভিযানে এভারেস্টের নিকটস্থ সোলুখুনভু জেলার লামজুরা গ্রামে পাওয়া যায় এর ধ্বংসাবশেষ।

এখনও দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টারের নিয়ন্ত্রণ হারান পাইলট। বিষয়টি অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে নেপাল সরকার।

এসএইচ-০৫/১১/২৩ (আন্তর্জাতিক ডেস্ক)