আগস্টেই তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা ছেড়ে দেবে শাহবাজ

আগস্টেই তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেবেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৩০০ কোটি ডলারের ঋণ পাচ্ছে অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তান। বুধবার আইএমএফের বোর্ড এ ঋণ দেওয়ার বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়ার পরদিনই ক্ষমতা ছেড়ে দেওয়ার ব্যাপারে এ মন্তব্য করলেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বলছে, বর্তমান সরকার আর এক মাস ক্ষমতায় থাকবে বলে বুধবারই মন্তব্য করেছিলেন শাহবাজ শরিফ। বৃহস্পতিবার আবার সেটিই জানালেন। তবে টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত এ ঘোষণায় তিনি কয়েকটি বিষয় পরিষ্কার করেননি।

আগামী ১২ আগস্ট শেষ হবে বর্তমান সরকারের মেয়াদ। ওই দিনই কি শাহবাজ ও তার জোটসঙ্গীরা অ্যাসেম্বলি ভেঙে দেবেন? নাকি তিনি প্রেসিডেন্টকে অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার কথা আগে বলার পর ভেঙে দেওয়া হবে? এ ব্যাপারটি জানাননি শাহবাজ।

ভাষণে শাহবাজ বলেন, এমন এক সময়ে তিনি ক্ষমতায় এসেছিলেন, যখন পিটিআই একের পর এক সংকটে ফেলে দিয়েছিল দেশকে।

গত বছরের এপ্রিলে ক্ষমতা নেওয়ার পর সব সংকট তাঁর সরকার নির্মূল করেছে বলে দাবি করেন শাহবাজ।

এসএইচ-০৯/১৩/২৩ (আন্তর্জাতিক ডেস্ক)