যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য অনলাইন শপিং সাইট অ্যামাজনের কোনো শাখা নয়। ফলে কিয়েভ অস্ত্র চাইলেই তা তক্ষুনি দেয়া সম্ভব হবে না। বৃহস্পতিবার (১৩ জুলাই) তিনি এ কথা বলেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের খবরে বলা হয়েছে, ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস ইউক্রেনকে আরও বেশি কৃতজ্ঞ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘কিছু কিছু ক্ষেত্রে ইউক্রেনকে অবশ্যই আরও কৃতজ্ঞ হতে হবে।’
তবে বেন ওয়ালেস এসময় কিয়েভের প্রতি কোনো ক্ষোভ বা বিরক্তি প্রকাশ করেন নাই। বরং তিনি কিয়েভকে রাজনৈতিক দিক থেকে আরও বেশি কাণ্ডজ্ঞানসম্পন্ন হওয়ার তাগিদ দেন।
তিনি বলেন, ইউক্রেনের কর্মকর্তাদের উচিত তাদের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিকে আরও ভালোভাবে উপলব্ধি করা, বিশেষ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিকে আরও ভালোভাবে বোঝা উচিত তাদের।
বেন ওয়ালেস আরও বলেন, ‘ক্যাপিটল হিলে গুজব রয়েছে যে, তারা (ইউক্রেন) মাঝে মাঝেই অস্ত্রের তালিকা নিয়ে হাজির হয় যেন, যুক্তরাষ্ট্র সরকার অ্যামাজনের কোনো শাখা।’ যেখান থেকে চাইলেই অস্ত্র কেনা যাবে।
তিনি আরও বলেন, তাদের বোঝা উচিত যে, আমরা অ্যামাজনের শাখা নই। তাদের আরও বোঝা উচিত যে, তারা কিছু দেশকে অনুরোধ করছে যেন তারা অস্ত্র দিয়ে সহায়তা করে। তাই তাদের উচিত কৃতজ্ঞতা জানিয়ে অন্তত একটি চিঠি লেখা।
বেন ওয়ালেসের এই মন্তব্য এমন এক সময়ে এলো যার মাত্র একদিন আগেই ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। যেখানে ইউক্রেন ন্যাটোর সদস্য হওয়ার দাবি জানালেও সেই দাবি প্রত্যাখ্যাত হয়। তবে ন্যাটো এবং জি-৭ জোট সম্মেলনে ইউক্রেনে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
এসএইচ-০৫/১৪/২৩ (আন্তর্জাতিক ডেস্ক)