সম্প্রতি হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মাঝে দেশে ফিরে আসতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে নয়াদিল্লি ‘অপারেশন অজয়’ নামে একটি উদ্যোগ শুরু করেছে।
ইসরায়েল থেকে একটি চার্টার্ড প্লেনে করে ২০০ ভারতীয় নাগরিক দেশে ফিরেছেন।
শুক্রবার সকালে তারা নয়াদিল্লিতে অবতরণ করেন।
সম্প্রতি হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মাঝে দেশে ফিরে আসতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে নয়াদিল্লি ‘অপারেশন অজয়’ নামে একটি উদ্যোগ শুরু করেছে।
কেন্দ্রীয় মন্ত্রী রাজিব চন্দ্রশেখর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েল-ফেরত নাগরিকদের স্বাগত জানান।
ধারণা করা হয়, ইসরায়েলে ১৮ হাজার ভারতীয় নাগরিক অবস্থান করছেন। পশ্চিম তীরে প্রায় ১২ জন ও গাজায় ৩ থেকে ৪ জন ভারতীয় অবস্থান করছেন বলেও জানা গেছেন।
এআর-০৪/১৩/১০ (আন্তর্জাতিক ডেস্ক)