আমরা চাই আপনারা জিতুন, নেতানিয়াহুকে বললেন সুনাক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করতে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ইসরায়েলে গেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নেতানিয়াহুকে সুনাক জানিয়েছেন, তিনি ও ব্রিটেন ইসরায়েলের পক্ষে আছে এবং তারা চান এই যুদ্ধে ইসরায়েলিরা জয় পাক।

এ ব্যাপারে সুনাক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ইসরায়েলের অন্ধকারাচ্ছন্ন সময়ে আপনার (নেতানিয়াহুর) পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত। আপনার বন্ধু হিসেবে, আপনাদের প্রতি আমরা একাত্মতা প্রকাশ করব। আমরা আপনার জনগণের পাশে দাঁড়াব এবং আমরা চাই আপনারা জিতুন।’

অপরদিকে বৈঠক শেষে বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ‘এটি শুধুমাত্র একটি যুদ্ধ নয়। এটি পুরো সভ্যতার যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধ, ভালো আরব দেশগুলোর যুদ্ধ, মুক্ত বিশ্বের যুদ্ধ এবং ভবিষ্যতের যুদ্ধ।’

তিনি আরও বলেছেন, ‘আমাদের দুটি বাহিনী রয়েছে। একটি হলো ইরান সমর্থিত হিজবুল্লাহ, হামাস এবং অন্যরা— যারা মধ্যপ্রাচ্যকে মধ্যযুগে… যুদ্ধ এবং দাসত্বের সময়ে নিয়ে যেতে চায়।’

‘অন্যটি হলো প্রগতি এবং মানবিক বাহিনী যারা বিশ্ব শান্তি এবং শান্তি চায়।’ যোগ করেন নেতানিয়াহু।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক ইসরায়েলে গিয়ে হামাসের হামলার নিন্দা জানালেও— এরপর থেকে ইসরায়েল যেসব অপরাধ সংঘটিত করেছে বা যুদ্ধের নীতি বিরোধী কাজ করেছে সেগুলোর একটিও উল্লেখ করেননি। তিনি একবারের জন্যও গাজায় ইসরায়েলের পানি, খাদ্য এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার বিষয়টি নিয়ে কথা বলেননি। যেটিকে অনেক মানুষ আন্তর্জাতিক আইনের সুষ্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন।

সূত্র: আল জাজিরা

এসএ-০৭/১০/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)