যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চলমান যুদ্ধে আমি হামাস ও পুতিনকে জিততে দেব না।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে হোয়াইট হাউস থেকে টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জনান তিনি।
এ সময় ইসরায়েল এবং ইউক্রেনকে সমর্থন করার গুরুত্ব আমেরিকান জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করেন তিনি। তিনি জোড়ালোভাবে বলেন, হামাস ও রাশিয়া কাউকেও তিনি জিততে দেবেন না।
ইসরায়েলে হামাসের হামলায় মার্কিন প্রতিক্রিয়া সম্পর্কে টেলিভিশনে জাতির উদ্দেশে বাইডেন বলেন, ইসরায়েলের আকাশ পাহারা দেওয়ার জন্য আয়রন ডোম নিরাপত্তা নিশ্চিত করতে যাচ্ছি আমরা। ইসরায়েলের জনগণকে রক্ষা করার জন্য তাদের সবসময় যা প্রয়োজন তা আমাদের নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ইসরায়েলের জন্য আমি কংগ্রেসে যে নিরাপত্তা প্যাকেজ পাঠাচ্ছি তা তাদের নিরাপত্তার জন্য একটি অভূতপূর্ব প্রতিশ্রুতি যা ইসরায়েলের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করবে।
বাইডেন বলেন, আমরা যদি পুতিনের ইউক্রেনে ক্ষমতা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষুধা বন্ধ না করি, তবে তিনি নিজেকে শুধু ইউক্রেনেই সীমাবদ্ধ রাখবেন না।
তিনি বলেন, ইসরায়েল ও ইউক্রেনের সফল হওয়ার বিষয়টি নিশ্চিত করা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, সন্ত্রাসী ও স্বৈরশাসকদের মূল্য দিতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা আগের চেয়ে শক্তিশালী। আমেরিকা বিশ্বের কাছে একটি আলোকবর্তিকা, এখনও।
তিনি বলেন, একটি মহান জাতি হিসেবে আমাদের দায়িত্বের পথে আমরা ক্ষুদ্র পক্ষপাতিত্ব, ক্ষুব্ধ রাজনীতিকে বাধাগ্রস্ত হতে দিতে পারি না।
এসএ-১০/১০/২০ (আন্তর্জাতিক ডেস্ক)