যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ১০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। বুধবার নিউইয়র্কের আদালতে শুনানি ছিল সাবেক রিপাবলিকান এই প্রেসিডেন্টের।
সেখানে বিচার প্রক্রিয়ার মধ্যবর্তী সময়ে এক বিচারককে উদ্দেশ্য করে বিরূপ মন্তব্য করেন তিনি। আর তারই জেরে ট্রাম্পকে ১০ হাজার ডলার জরিমানা করা হয়।
বিচার চলার মধ্যবর্তী সময়ে ট্রাম্প বলেন, ‘এই বিচারক অত্যন্ত পক্ষপাতদুষ্ট। তার পাশে যে ক্লার্ক বসে আছে, সে আরও বেশি পক্ষপাতদুষ্ট। বিচারকের চেয়েও বেশি।’
বিচারক ট্রাম্পের এই প্রকাশ্য মন্তব্যকে বিচার বিভাগের অবমাননা হিসেব মনে করেছেন। এবং সে জন্যই তাকে ১০ হাজার ডলার জরিমানা দিতে বলা হয়েছে। বস্তুত, এই আদালতেই এর আগে পাঁচ হাজার ডলার জরিমানা হয়েছিল ট্রাম্পের।
এদিন শুনানির পরে ট্রাম্প তার সাবেক আইনজীবী মিশেল কোহেনকে থ্যাবাদী বলে দাবি করেছেন সাংবাদিকদের সামনে। কোহেন আদালতের কাছে সাক্ষ্য দিয়েছিলেন। তিনি বলেছেন, তার সাবেক বস ট্রাম্প যেভাবে তার সম্পত্তির মূল্য তাদের বলতে বলেছিলেন এবং খাতায় কলমে লিখতে বলেছিলেন, তারা তা-ই করেছিলেন।
কোহেনের এই স্বীকারোক্তি ট্রাম্পের পছন্দ হয়নি। সে কারণেই প্রকাশ্যে কোহেনের সমালোচনা করেছেন ট্রাম্প। তাকে মিথ্যেবাদী বলেছেন।
এছাড়া এই কোহেনের মাধ্যমেই ট্রাম্প পর্নস্টারকে অর্থ পাঠিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ট্রাম্প অবশ্য সেটিও অস্বীকার করেছেন। কিন্তু কোহেন তার ভাষ্যে কার্যত সে কথা স্বীকার করে নিয়েছেন।
এই মামলায় এর আগেই বিচারক জানিয়েছেন, ট্রাম্পের সম্পত্তি আসল মূল্যের চেয়ে অনেক বড় করে দেখানো। মূলত, বীমায় ছাড় পাওয়ার জন্যই এ কাজ করেছিলেন ট্রাম্প।
এবার নিউইয়র্কের আদালতের এ বিষয়ে রায় দেওয়ার কথা। তার আগেই ১০ হাজার ডলার জরিমানা করা হলো ট্রাম্পকে।
এসএ-০৮/১০/২৬ (আন্তর্জাতিক ডেস্ক)