বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ অব্যাহত: ম্যাথিউ মিলার

বাংলাদেশে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবারও এ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, বাংলাদেশে যেনো সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজিত হয়, তাই দেশটির সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ অব্যাহত রাখছে ওয়াশিংটন।

নিয়মিত ব্রিফিংয়ে মিলার বলেন, বাংলাদেশে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। বাংলাদেশের সাধারণ মানুষ চায় সুষ্ঠু নির্বাচন। যা সমর্থন করে যুক্তরাষ্ট্রও।

অপর এক প্রশ্নে বাংলাদেশে সাম্প্রতিক শ্রমিক আন্দোলন এবং হতাহতের ঘটনা উঠে আসে। সেই প্রসঙ্গে নিন্দা জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

ম্যাথিউ মিলার বলেন, আমরা বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেইনি। বাংলাদেশের জনগণ যা চায়, আমরাও সেটি চাই। আর তা হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন।

নির্বাচন যেন শান্তিপূর্ণ হয়, এ লক্ষে আমরা সরকার, বিরোধীদল ও সুশীল সমাজসহ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ অব্যাহত রাখব।

এসএইচ-০৭/২১/২৩ (আন্তর্জাতিক ডেস্ক)