ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির মেয়াদ শুক্রবার (১ ডিসেম্বর) সকালে শেষ হয়েছে। এরপরই গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর প্রথম দিনেই ইসরায়েলি বাহিনীর হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক বিবৃতিতে বলেন, ‘ইসরায়েলি বাহিনীর হামলায় ১০৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।’
এদিকে, হামলার কথা জানিয়েছে ইসরায়েলও। তাদের দাবি, আজ তারা ২০০টির বেশি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত করেছে তারা।
এক বিবৃতিতে ইসরায়েল বলছে, ‘সবশেষ কয়েক ঘণ্টায় আকাশ, স্থল ও পানি পথে গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণে, খান ইউনিস ও রাফায় সন্ত্রাসী লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।’
গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্যমতে, হামাসের হামলায় অন্তত এক হাজার ২০০ জন নিহত হয়। তাদের মধ্যে বেশির ভাগই ছিলেন বেসামরিক নাগরিক। এ ছাড়া ২৪০ জনকে জিম্মি করে নিয়ে যায় সশস্ত্র সংগঠনটি। প্রতিশোধ নিতে ফিলিস্তিনের হামাস নিয়ন্ত্রিত গাজা ও পশ্চিম তীরে ক্রমাগতভাবে পাল্টা হামলা চালায় ইসরায়েল।
এআর-০৩/০১/১২ (আন্তর্জাতিক ডেস্ক)