বাংলাদেশের আন্দোলনের সঙ্গে পশ্চিমবঙ্গের বিক্ষোভের তুলনায় বিতর্ক

ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণের পর খুনের ঘটনায় শুরু হওয়া বিক্ষোভ-প্রতিবাদ দেশটির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। এর মাঝেই এই বিক্ষোভের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনের তুলনা টেনে বিতর্কের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের মন্ত্রী উদয়ন গুহ।

সামাজিক মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও তৃণমূলের রাজ্য সহ-সভাপতি উদয়ন লিখেছেন, ‌‘‘কেমন যেন মিল পাওয়া যাচ্ছে। ছিল সংরক্ষণ-বিরোধী আন্দোলন, হয়ে গেল হাসিনার পদত্যাগ চাই। এখন তিলোত্তমার খুনিদের শাস্তি ভুলে, মমতার পদত্যাগ চাই।’’

আরজি কর কাণ্ডের প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ চলছে। অভিযুক্তদের শাস্তির দাবিতে গত ১৪ আগস্ট মধ্যরাতে রাস্তায় নামেন অসংখ্য মানুষ। চলমান এই পরিস্থিতিতে উদয়নের পোষ্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কয়েক দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বাংলাদেশের কোটাবিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে দাবি করেন, বিক্ষোভের ধুয়ো তুলে এ রাজ্যেও বিরোধীরা সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছে।

তবে রাজ্যের বিরোধীদের পাল্টা দাবি, মানুষের ক্ষোভ দেখে আসলে ভয় পাচ্ছেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। সে জন্যেই এমন মন্তব্য করছেন। উদয়ন বলছেন, ‘‘বিরোধীদের আসল উদ্দেশ্য সবার কাছে স্পষ্ট হয়ে গেছে। আরজি করের ঘটনায় মুখ্যমন্ত্রী নিজে অভিযুক্তদের ফাঁসি চেয়েছেন। সেখানে বিজেপি বা সিপিএমের মতো দল মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে। সে কথাই আমি লিখেছি।’’

তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়ও এই প্রসঙ্গে বিরোধীদের আক্রমণ করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘‘দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ— বিজেপির এই দাবি প্রমাণ করে আরজি করের চিকিৎসক খুনের ঘটনায় দোষীদের চরম শাস্তি চাওয়া তাদের উদ্দেশ্য নয়। আসলে রাজনৈতিকভাবে বাংলা দখল করতে না পেরে চরম হতাশা থেকে এই ধরনের অর্বাচীনের মতো দাবি তুলছে বিজেপি।’’

বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক বিরাজ বসুর পাল্টা কটাক্ষ, ‘‘তৃণমূলের অপশাসনে মানুষ ক্ষুব্ধ। তাই সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। তা দেখে ভীত হয়ে এমন মন্তব্য করছেন তৃণমূল নেতৃত্ব।’’

পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার লিখেছে, উদয়ন কোচবিহার জেলার দিনহাটা বিধানসভার বিধায়ক। বাংলাদেশের সীমান্ত লগোয়া ওই এলাকার অবস্থান। কোটাবিরোধী আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেখে পদত্যাগ করে ভারতে যান শেখ হাসিনা। সেই প্রসঙ্গ টেনে পশ্চিমবঙ্গে শুরু হওয়া আন্দোলন নিয়ে উদয়নের পোস্ট ঘিরে তাই স্বাভাবিকভাবেই শুরু হয়েছে বিতর্ক।

এসএ-১০/১৬/২৪(আন্তর্জাতিক ডেস্ক)