ইনস্টাগ্রামে স্বামীকে তালাক দেওয়া দুবাইয়ের রাজকুমারী মাহরা বিনতে পারফিউম ব্যবসা শুরু করেছেন। তিনি তার ব্র্যান্ডের নাম দিয়েছেন ‘ডিভোর্স।
দুবাইয়ের শাসক ও আরব আমিরাতের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের মেয়ে হলেন মাহরা বিনতে।
চলতি বছরের ১৮ জুলাই নিজের স্বামীকে ইনস্টাগ্রামে তালাক দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় চলে আসেন রাজকুমারী মাহরা। ওই পোস্টে তিনি লেখেন, “প্রিয় স্বামী, যেহেতু তুমি অন্যদের নিয়ে ব্যস্ত। আমি ঘোষণা দিচ্ছি ডিভোর্স, তোমাকে ডিভোর্স দিচ্ছি, তোমাকে ডিভোর্স দিচ্ছি। ভালো থাকো, তোমার সাবেক স্ত্রী।”
ইসলামে মূলত একজন পুরুষ তার স্ত্রীকে তিন তালাক দিতে পারে। ওই বিষয়টিই ইনস্টাগ্রামে প্রকাশ করেন দুবাইয়ের রাজকুমারী।
তালাক দেওয়ার পর স্বামীর সঙ্গে ইনস্টাগ্রামে যত ছবি ছিল তার সবগুলোই মুছে ফেলেন মাহরা। গত মে মাসে তার একটি মেয়ে হয়। এরপর থেকে মেয়ে ও নিজের ব্র্যান্ড নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি।
দুবাইয়ের রাজকুমারীর প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, একটি কালো বোতলে নিজের পারফিউমের ব্র্যান্ডিং নিজেই করছেন তিনি। মূলত স্বামীকে তালাক দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসায় নিজের পারফিউম ব্র্যান্ডের নাম ‘ডিভোর্স’ রেখেছেন তিনি। ইংরেজি এই শব্দের বাংলা অর্থ হলো তালাক।
সূত্র: মিডেল ইস্ট আই
এসএ-০৯/০৯/২৪(আন্তর্জাতিক ডেস্ক)