লেবাননে গত ২৬ সেপ্টেম্বর স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েল। বার্তাসংস্থা এপি জানিয়েছে, ওই হামলা শুরুর পর গতকাল শুক্রবার লেবাননের সবচেয়ে গভীরে প্রবেশ করেছিল ইসরায়েলি সেনারা। তবে শনিবার সকালে হিজবুল্লাহর যোদ্ধাদের পাল্টা হামলায় ইসরায়েলি সেনারা চলে যেতে বাধ্য হয়।
লেবানের রাষ্ট্রয়াত্ত্ব সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ লেবাননের চামা গ্রামের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ পাহাড় অল্প সময়ের জন্য দখল করেছিল ইসরায়েলি বাহিনী। কিন্তু হিজবুল্লাহর হামলার পর সেখান থেকেও তারা সরে যতে বাধ্য হয়।
এছাড়া বলা হচ্ছে, চামাতে অবস্থিত শিমনের মাজারে বোমা হামলা চালিয়ে সেটি ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনারা। যদিও এটির সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি। তিনি ইসলাম ধর্মের নবী হযরত ঈসা (আঃ) এর অন্যতম সহযোগী ছিলেন বলে বলা হয়। এছাড়া তিনি ঈসা (আঃ) এর মা মরিয়মের আত্মীয় ছিলেন বলে জনশ্রুতি রয়েছে। তবে তার মাজারটি ধ্বংস আসলে করা হয়েছে কিনা সেটি এখনো স্পষ্ট নয়।
এদিকে স্থল হামলার পাশাপাশি লেবানের বিভিন্ন জায়গায় ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। তাদের হামলায় নতুন করে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে।
সূত্র: এপি
এসএ-০৮/১১/২৪(আন্তর্জাতিক ডেস্ক)