ইসলামাবাদ থেকে সব বিক্ষোভকারীকে সরিয়ে দেওয়ার হুমকি পুলিশ প্রধানের

রাজধানী ইসলামাবাদ থেকে ইমরানের খানের দলের সব বিক্ষোভকারীকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন সেখানকার পুলিশ প্রধান আলী নাসির রিজভী।

তিনি বলেছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী পিটিআইয়ের কাউকে ইসলামাবাদে র‌্যালি অথবা অবস্থান কর্মসূচি করতে দেওয়া হবে না। আর এক্ষেত্রে আইনশৃঙ্খলাবাহিনী আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া যারা সহিংসতায় জড়িয়েছেন তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে বলেও হুমকি দিয়েছেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে গত রোববার ইসলাসাবাদের দিকে রওনা দেন তার নেতাকর্মী ও সমর্থকরা। আজ মঙ্গলবার তারা ইসলামাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা ডি-চকে এসে পৌঁছান।

শঙ্কা দেখা দিয়েছে দেশটির প্রশাসনিক কেন্দ্র খ্যাত ডি-চকের দখল নিতে মরিয়া হয়ে ওঠা পিটিআই কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলাবাহিনী।

এই অভিযানের আগে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ইসলামাবাদের সব মার্কেট তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। যে কারণে রাতে পিটিআইয়ের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে আইনশৃঙ্খলাবাহিনী বড় ধরনের অভিযান পরিচালনা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যদিও বিক্ষোভকারীরা বলেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত যতদিন দরকার ইসলামাবাদে অবস্থান চালিয়ে যাবেন তারা। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, মঙ্গলবার পাকিস্তানের আধা-সামরিক বাহিনী পাক রেঞ্জার্সের সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে তাজা গুলি বর্ষণ করেছে।

পিটিআই বলছে, আইনশৃঙ্খলাবাহিনীর গুলিতে তাদের অন্তত দুই কর্মী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২০ জনের বেশি। আহতদের উদ্ধারের পর স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জিও টিভি/আলজাজিরা
এসএ-১০/১১/২৪(আন্তর্জাতিক ডেস্ক)