সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই লেবাননে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আজ বৃহস্পতিবার দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। যেখানে হিজবুল্লাহ তাদের কার্যক্রম চালাচ্ছিল।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, যে অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেটি মিডিয়াম রেঞ্জের রকেট রাখার কাজে ব্যবহার করা হতো। আর এ বিষয়টিকে নিজেদের জন্য হুমকি মনে করায় সেখানে বিমান হামলা চালানো হয়েছে।
তবে হিজবুল্লাহর সঙ্গে দখলদার ইসরায়েলের যে চুক্তি হয়েছে তাতে বলা হয়েছে, আগামী ৬০ দিন দুই পক্ষ সব ধরনের হামলা বন্ধ রাখবে। এই সময়ের মধ্যে ইসরায়েলের সব সেনাকে লেবানন থেকে প্রত্যাহার করে নেওয়া হবে। অপরদিকে হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের সীমান্তবর্তী এলাকা থেকে সরে গিয়ে লিটানি নদীর অপর পাড়ে চলে যাবে।
গতকাল সকাল থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয়। এরপরই লেবাননের সাধারণ মানুষ তাদের বাড়িঘরে ফেরা শুরু করেন। তবে দখলদার ইসরায়েলের সেনারা যেসব গ্রামে অবস্থান করছে, সেসব গ্রামে সাধারণ মানুষকে প্রবেশ করতে দিচ্ছে না তারা। যারা প্রবেশের চেষ্টা করেছেন তাদের লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়ার ঘটনাও ঘটেছে।
দীর্ঘ ১৪ মাস যুদ্ধের পর হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। কিন্তু মাত্র দুদিন না যেতেই এই চুক্তির শর্ত ভঙ্গ হয়েছে। তবে বিষয়টিকে হিজবুল্লাহ এখন কীভাবে নেবে সেটি দেখার বিষয়। যদিও ধারণা করা হচ্ছে হিজবুল্লাহ এক্ষেত্রে ধৈর্য্যের সর্বোচ্চ পরীক্ষা দেবে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এসএ-১০/১১/২৪(আন্তর্জাতিক ডেস্ক)