ব্যাপক নিরাপত্তা নিয়ে সিরিয়ার প্রেসিডেন্টের ওমরাহ পালন

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সৌদি আরবে ওমরাহ পালন করেছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) মক্কায় যান তিনি। ওই সময় তার জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তিনি যেন কোনো ঝামেলা ছাড়াই ওমরাহ করতে পারেন সেজন্য পুলিশ মানব শিকল তৈরি করে। এছাড়া কাবা শরীফের ভেতরেও প্রবেশ করেন তিনি।

গত বছরের ৮ ডিসেম্বর সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হটিয়ে সিরিয়ার ক্ষমতা দখল করে আহমেদ আল-শারার নেতৃত্বাধীন ইসলামপন্থি দল হায়াত তাহরির আল-শাম। এরপর গত সপ্তাহে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

দায়িত্ব নেওয়ার পরই প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি আরবে যান শারা। সেখানে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয় তাকে। তিনি দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেন। এরপরই মক্কায় যান ওমরাহ করতে। আগামীকাল মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে যাবেন শারা। সেখানে তার্কিস প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দেখা করবেন তিনি।

এসএ-০৯/০২/২৫(আন্তর্জাতিক ডেস্ক)