কুড়িগ্রামের পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

কুড়িগ্রামের উলিপুর ও নাগেশ্বরী এবং রৌমারী উপজেলার পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দ্বন্দ্ব এবং কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের নিয়ন্ত্রণ বহির্ভূত কাজ শুরু হওয়ায় ভোটগ্রহণ স্থগিত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর ও নাগেশ্বরী উপজেলার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রাকিব এবং রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দীপঙ্কর রায়।

জানা যায়, উলিপুর উপজেলাধীন ১০নং কেন্দ্র মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা, ৪৮ নং কেন্দ্র ভোগডাঙ্গা ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৮৬ নং কেন্দ্র কিশামত মালতীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রগুলোর ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এছাড়াও নাগেশ্বরী উপজেলার একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

এছাড়া রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ৩১নং কেন্দ্র ধনারচর চরের গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

এসএইচ-০৮/১০/১৯ (উত্তরাঞ্চল ডেস্ক)