সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে সাদ্দাম হোসেন (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার উত্তর গোতামারী গ্রামের বিলুপ্ত ছিটমহল এলাকার ৯০১ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন উপজেলার গোতামারী গ্রামের দইখাওয়া গ্রামের আছির উদ্দিনের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে গোতামারী ইউপি চেয়ারম্যান মোনাব্বেরুল হক জানান, শনিবার রাতে সাদ্দাম হোসেন গরু পারাপারের জন্য সীমান্ত এলাকায় যান। ভারতীয় নৌহাটি কাসারপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। এরপর বিএসএফ সদস্যরা তাকে নির্যাতন করে গুরুতর অবস্থায় ৯০১ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকায় ফেলে চলে যান।

খবর পেয়ে পরিবারের লোকজন সাদ্দামকে উদ্ধার করে রংপুরে নেয়ার পথে মারা যান তিনি। রংপুর থেকে তার মরদেহ নিজ বাড়িতে নিলে হাতীবান্ধা থানা পুলিশ সেখানে যায়। পরে মরদেহ থানায় নেয়া হয়।

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম বলেন, মরদেহ মর্গে পাঠানোর জন্য থানায় নেয়া হয়।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্যাতনে তার মৃত্যু হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

এসএইচ-১৮/২৭/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)