বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন রুমানা আহমেদ।
টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্সের সুবাদে আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলে রুমানা।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি নারীদের বর্ষসেরা ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল ঘোষণা করে।
একাদশে সবচেয়ে বেশি আছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। মোট চারজন জায়গা পেয়েছেন এই দলে। এছাড়া ভারতের আছেন তিনজন। নিউজিল্যান্ডের দু’জন এবং ইংল্যান্ডের একজন।
আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে বেছে নেয়া হয়েছে ভারতের হারমানপ্রীত কাউরকে।
আর উইকেটরক্ষক হিসেবে আছেন অস্ট্রেলিয়ার এলিসা হিলি।
এসএইচ-০৯/৩১/১৮ (স্পোর্টস ডেস্ক)