সাংবাদিক শিরিন হত্যা মামলা আন্তর্জাতিক আদালতে

ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে গত ১১ মে অভিযান চালায় দেশটির সেনারা। সংবাদ সংগ্রহের জন্য সেখানে ছিলেন ৫১ বছর বয়সী শিরিন আবু আকলেহ।

প্রত্যক্ষদর্শী ও তার সহকর্মীদের অভিযোগ, ইসরায়েলের এক সেনা মাথায় গুলি করলে শিরিন আবু আকলেহ প্রাণ হারান। এবার সেই হত্যা মামলার তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালতে (আইসিসি) আবেদন করলো আল-জাজিরা গণমাধ্যম। মঙ্গলবার কাতারভিত্তিক প্রতিষ্ঠানটি তদন্তের মাধ্যমে দোষীদের বের করে বিচারের আবেদন করে আইসিসিতে। এর আগে শিরিন আকলেহর পরিবার গত সেপ্টেম্বরে আইসিসিতে এ হত্যার বিচার চেয়ে অভিযোগ দায়ের করেছিল।