অবশেষে মুখ খুললেন জয়া আহসান

সপ্তাহখানেক ধরেই বিনোদন অঙ্গনে ফিসফাস, বলিউডের ছবিতে অভিনয় করতে চলেছেন জয়া আহসান। কিন্তু মুখে কুলুপ এঁটেছিলেন এই অভিনেত্রী। একাধিকবার জিজ্ঞেস করেও তাঁর মুখ থেকে এ নিয়ে একটি কথাও বের করা যায়নি। অবশেষে গতকাল আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছেন জয়া আহসান। জানিয়েছেন, হ্যাঁ, সত্যিই বলিউডের ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। নাম ঠিক না হওয়া ছবিটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। বলিউড সিনেমাটির মহরত অনুষ্ঠানে জয়া আহসান বলেন, ‘আমার প্রথম হিন্দি সিনেমা। চরিত্রটিও দারুণ। এই ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে বেশ রোমাঞ্চিত ছিলাম। তাই হ্যাঁ বলতেও সময় নিইনি। কারণ, ছবির পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী এবং আমার সহ-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। সব সময় আমি অনিরুদ্ধ এবং পঙ্কজের সঙ্গে কাজ করতে চেয়েছি। তাঁদের সঙ্গে কাজ করা এবং তা-ও প্রথম হিন্দি ছবিতে, আনন্দ দ্বিগুণ করে।’ আগে আরও দুটি হিন্দি চলচ্চিত্র বানিয়েছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। ছবি দুটি হচ্ছে ‘পিঙ্ক’ এবং ‘লস্ট’। এর মধ্যে অমিতাভ বচ্চন ও তাপসী পান্নু অভিনীত ‘পিঙ্ক’ ২০১৬ সালে ভারতের জাতীয় পুরস্কারে সামাজিক ইস্যুতে সেরা সিনেমার স্বীকৃতি পেয়েছে। তাঁর পরিচালিত ‘অনুরণন’ জাতীয় পুরস্কারে সেরা বাংলা সিনেমা হয়েছে ২০০৮ সালে। এ ছাড়া ‘অন্তহীন’ জাতীয় পুরস্কারে সেরা সিনেমার সম্মান পেয়েছে।

অন্যদিকে ছবিতে জয়ার সহশিল্পী পঙ্কজ ত্রিপাঠি ‘গ্যাংস অব ওয়াসিপুর’ সিনেমায় ‘সুলতান’ চরিত্র করে খ্যাতি পান। জয়া আহসানসহ অন্য অভিনয়শিল্পী ও কলাকুশলীদের একাধিক স্থিরচিত্র নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করে ছবিটির কথা জানান দিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি। মুম্বাইয়ে গত মঙ্গলবার থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে। টানা কয়েক দিন ছবির শুটিং চলবে। এরপর কলকাতায় হবে শুটিং। তবে বলিউডের ছবিতে জয়াকে কীভাবে দেখা যাবে, জানতে অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। জানা গেছে, ২০২৩ সালে ওটিটিতে ছবিটি মুক্তি পাবে। বাংলাদেশের পাশাপাশি এক দশক ধরে পশ্চিমবঙ্গের বাংলা সিনেমায় অভিনয় করছেন জয়া আহসান। ‘আবর্ত’ দিয়ে শুরু করা এই অভিনেত্রীর সেখানে রয়েছে শক্ত অবস্থান। এবার হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করে ক্যারিয়ারের নতুন ইনিংস শুরু করতে চলেছেন জয়া আহসান।