রাজশাহীতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপাসনালয়ে কোরআন শরিফ রেখে সম্প্রীতি বিনষ্ট ও সহিংসতা সৃষ্টির চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার গোলাম চৌধুরী মহানগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম নিউ কলোনি এলাকার মৃত কুদ্দুস চৌধুরীর ছেলে।
যিশু খ্রিস্টের অনুসারীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের দিন রোববার বিকালে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান।
পুলিশ কমিশনার বলেন, “সকাল সাড়ে ৬টার দিকে এক যুবক মহানগরীর উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জায় লাল কাপড়ে মোড়ানো একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ব্যাগটি গির্জার এক নানের নজরে আসে।”
“ব্যাগটি দেখে সন্দেহ হলে গির্জা কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে সেই লাল ব্যাগের মধ্যে একটি কোরআন শরিফ দেখতে পায়।”
পুলিশ কমিশনার আরও বলেন, “পরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তথ্য-প্রযুক্তির সহায়তায় সেই যুবককে চিহ্নিত করে এবং তাকে গ্রেপ্তার করে।“
তিনি আরও বলেন, “ধারণা করা হচ্ছে, বড়দিনের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির জন্যই ওই যুবক গির্জায় কোরআন শরিফ রেখে আসে।”
এআর-১২/২৫/১২ (উত্তরাঞ্চল ডেস্ক)