পঞ্চগড়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় নিহত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনের দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টায় বোদা উপজেলার ময়দানদীঘির হরিপুর জোত-দেবীকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রশিদ আরেফিনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রশিদ আরেফিনের জানাজায় দিনাজপুর পৌরসভার মেয়র ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, বোদা পৌরসভার মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজাসহ জেলার পাঁচ উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন ও স্থানীয় হাজার হাজার মানুষ অংশ নেন।
আরেফিনের মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। স্ত্রী, সন্তান ও বৃদ্ধা মা কান্নায় বুক ভাসাচ্ছেন। সকালে জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদসহ জেলা-উপজেলার নেতাকর্মীরা আরেফিনের বাড়িতে যান। আরেফিনের পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে স্বাক্ষাৎ করেন। নেতাকর্মীদের উপস্থিতিতে আরেফিনের স্ত্রী চামেলী বেগম স্বামী হত্যার বিচার দাবি করেন।
উল্লেখ্য, শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে পঞ্চগড় জেলা বিএনপি। এ সময় পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশ বিএনপির নেতাকর্মীদের দিকে রাবার বুলেট, টিয়ারশেল এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এসময় বিএনপি নেতাকর্মীরাও ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ কয়েকজন সদস্য ও বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মী আহত হন।
এআর-১৪/২৫/১২ (উত্তরাঞ্চল ডেস্ক)